গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় একটি অটোরিকশার চার আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন তিনজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
বুধবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের প্রয়াত ইসহাক আলীর ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান (৩০), তার মা রেহেনা বেগম (৫০), স্ত্রী রাজিয়া সুলতানা (২৫) এবং শ্যালক ও একই উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে জাহিদ মিয়া (২০)।
ওসি খায়রুল ইসলাম জানান, নিহত আনিছুর রহমানের এক মাস বয়সের শিশু সন্তান কয়েকদিন আগে জ্বরে অসুস্থ হয়। বুধবার তাকে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি পণ্যবোঝাই কভার্ডভ্যান তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে গিয়ে সাত আরোহী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর সেখানে জাহিদ মিয়া মারা যান।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সন্ধ্যায় আহতদের মধ্যে গুরুতর আনিছুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল; পথে তিনি মারা যান। রাতে রেহেনা বেগম ও রাজিয়া সুলতানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।